মানব দেহের সৌন্দর্য বর্ধনে নারী পুরুষ নির্বিশেষে চুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুন্দর, প্রফুল্ল ও স্বাস্থ্যকর চুল আমাদের সম্ভাবনা ও আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলতে সাহায্য করে। চুলের যত্ন অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয়ভাবেই প্রয়োজন। আর এই যত্নে আমরা সাধারনত বিভিন্ন পন্য বা ন্যাচারাল রেমিডি ব্যবহার করে থাকি। তবে চুলের যত্নে পন্য ও রেমিডি ছাড়াও বিভিন্ন ভিটামিন চুলের স্বাস্থ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন চুলের বৃদ্ধি, চুলের যত্ন এবং তা পুনরূজ্জীবিত করতে সহায়ক।