ফেইসের যত্ন কম বেশি আমরা সবাই করে থাকি, কিন্তু হাতের যত্ন নিতে প্রায়ই ভুলে যাই। ফলশ্রুতিতে হাতের স্কিন হয় নিষ্প্রাণ। নিজেকে প্রেজেন্ট করতে গেলে ফার্স্ট ইম্প্রেশন আসে সৌন্দর্য থেকে। সৌন্দর্য বলতে শুধু ফর্সা ত্বককে বুঝায় না বরং একজনের পরিপাটি থাকা, স্কিনের হেলদিনেস, গ্লো ইত্যাদিকে বুঝায়। এসকল বিষয় আপনার নিজেকে প্রেজেন্ট করার উপর নির্ভর করে থাকে।
যেহেতু বেশিরভাগ কাজের জন্য আমাদের হাত ব্যবহার করা হয়, তাই হাত সুন্দর এবং মসৃণ করতে হাতের প্যাম্পারিং এবং হাইড্রেশনের প্রয়োজন।