যার ফলে একটা সময় পর দেখা দিতে পারে সুক্ষ্মরেখা বা বলিরেখা। ওয়াটারপ্রুফ মেকআপ রিমুভ করতে কার্যকরি একটি প্রোডাক্ট হলো মেকআপ রিমুভার যা ডাবল ক্লিনজিং এর অন্যতম মাধ্যম। এটি হল একটি বিশেষ সমাধান যা ফেইস ওয়াশ করার আগে মেকআপ রিমুভ করতে সাহায্য করে, আপনাকে আপনার মুখ আরও পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করে। কিছু মেকআপ রিমুভার অয়েল বেসড এবং অন্যগুলি ওয়াটার বেসড, তবে সবগুলোই পোর ক্লগিং কসমেটিক্সসহ সানস্ক্রিন, ডার্ট ও পলিউশন রিমুভ করতে সাহায্য করে। এতে ব্রণ, লালভাব, ব্ল্যাকহেডস এবং অন্যান্য ধরণের দাগ হওয়ার ঝুঁকি হ্রাস হয়।